Overview

নেতিবাচকভাব (Neuroticism)

নিউরোটিসিজম হলো নেতিবাচক অনুভূতি অনুভব করার প্রবণতা।

বহির্মুখিতা (Extraversion)

বহির্মুখিতা হলো বাইরের দুনিয়ার সাথে বেশি মাত্রায় জড়িত বা সম্পৃক্ত থাকা।

অভিজ্ঞতা অর্জনে ইচ্ছা (Openness To Experience)

অভিজ্ঞতা অর্জনে ইচ্ছা বলতে নতুন কোন কিছু গ্রহণের ক্ষেত্রে কতটা উন্মুক্ত মন মানসিকতা আছে তা বোঝায়। এটি মানুষের চিন্তাধারার একটা দিক, যা কল্পনাপ্রবণ ও সৃজনশীল একজন মানুষকে বাস্তববাদী ও প্রথাগত চিন্তাধারার অন্য সবার থেকে আলাদা করে।

সহযোগীভাব (Agreeableness)

সহযোগিতা আর সম্প্রীতির ব্যাপারে মানুষের চিন্তাধারা তার সহযোগীভাবের মাধ্যমে প্রকাশ পায়। যারা সহযোগিতাপরায়ন, তারা অন্যদের সাথে ভালোভাবে থাকতে পছন্দ করেন।

কর্মনিষ্ঠা (Conscientiousness)

কনশিয়েন্সিয়াসনেস বা কর্মনিষ্ঠা হলো আমরা আমাদের আবেগকে বা প্রবৃত্তিকে কীভাবে নিয়ন্ত্রণ, পরিচালনা এবং নির্দেশ করি। নিজের কাজ এবং কর্তব্য যথাযথভাবে সম্পাদন করার প্রবণতাই আমাদের যার যার কনশিয়েন্সিয়াসনেস বা কর্মনিষ্ঠা।